“প্রজ্ঞামূলক বিকাশের স্তর ( Stages of Cognitive Development )
Jean Piaget প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তরের কথা বলেছেন —
( 1 ) সংবেদন – চালকমূলক স্তর ( Sensori Motor Stage ) — জন্ম থেকে 18–24 মাস ।
( 2 ) প্রাকসক্রিয়তার স্তর ( Pre – operational Stage ) —2 বৎসর থেকে 7 বৎসর ।
( 3 ) মূর্ত – সক্রিয়তার স্তর ( Concrete – operational Stage ) —7 বৎসর থেকে 11 বৎসর ।
( 4 ) যৌক্তিক সক্রিয়তার স্তর ( Formal operational Stage ) —11 বৎসর থেকে 18 বৎসর ।
🔷 প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলােচনা করার পূর্বে এর বিকাশের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলি গুরুত্বপূর্ণ তা জানা প্রয়ােজন ।”