⏹ কী করলে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ে ?
জনসাধারণের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে পদক্ষেপগুলি নেওয়া যায় তা হল —
( 1 ) মিডিয়া অর্থাৎ রেডিয়াে , টেলিভিশন , খবরের কাগজ , ম্যাগাজিনগুলি পরিবেশ সম্পর্কে তথ্য দেবে , জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবে , জনমত গড়ে তুলবে । তবে সেই তথ্য ও বিশ্লেষণ সমস্ত মানুষের কাছে যেন সহজে পৌছায় ও তা যেন সবার কাছে বােধগম্য হয় ।
( 2 ) বিভিন্ন NGO ও ক্লাবগুলি পরিবেশ সম্পর্কে আলােচনা সভা , বিতর্ক , ছবি আঁকার প্রতিযােগিতা করবে । চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনীর আয়ােজন করবে ।
( 3 ) সরকারি নীতি পরিবেশবান্ধব হবে ।
( 4 ) স্কুল কলেজে পাঠ্যবিষয় হিসেবে পরিবেশবিদ্যার চর্চা হবে ।