⏹ পরিবেশের উপাদানগুলি কী কী ?
🔶 পরিবেশের উপাদানগুলি দুধরনের ।
যেমন- সজীব উপাদান এবং জড় উপাদান ।
☢️ সজীব উপাদান ( Biotic elements ) : যেমন – জীবাণু , গাছপালা , জীবজন্তু , মানুষ ।
☢️ জড় উপাদান ( Abiotic elements ) : যেমন— জল , বাতাস , মাটি , আলো , উষ্ণতা , আদ্রতা , মহাকর্ষ ইত্যাদি ।
☢️ সজীব উপাদান বলতে পরিবেশের সেই উপাদানগুলিকে বােঝায় যার জীবন আছে , জন্ম আছে , মৃত্যু আছে ।
☢️ জড় উপাদানের মধ্যে জীবনের কোনাে লক্ষণ নেই ।