⏹ পরিবেশের ভূপ্রকৃতিগত উপাদানগুলি কী কী ?
⏭️ পরিবেশের ভূপ্রকৃতিগত উপাদানগুলি হল – উচ্চতা , ভূমির ঢাল , ভূমিরূপ , নদী , হিমবাহ , মরুভূমি ইত্যাদি।
⏹ পরিবেশের জলবায়ুগত উপাদানগুলি কী কী ?
⏭️ পরিবেশের জলবায়ুগত উপাদানগুলি হল – সূর্যালােক , তাপমাত্রা , বৃষ্টিপাত ও অধঃক্ষেপণ ( যেমন -তুষারপাত , কুয়াশা , শিলাবৃষ্টি ) , বায়ুর চাপ , বায়ুপ্রবাহ ইত্যাদি ।
⏹ পরিবেশের জীবজ বা জীবজাত উপাদানগুলি কী কী ?
⏭️ পরিবেশের জীবজ বা জীবজাত উপাদানগুলি হল উদ্ভিদ , প্রাণী ও অণুজীব । যেমন- ব্যাকটেরিয়া ।
⏹ পরিবেশের প্রধান রাসায়নিক উপাদানগুলি কী কী ?
⏭️ পরিবেশের প্রধান রাসায়নিক উপাদানগুলি
হল – অক্সিজেন , কার্বন , নাইট্রোজেন , ফসফরাস , সালফার ইত্যাদি । এই মৌলিক উপাদানগুলিকে ভিত্তি করে পরিবেশে জীব – ভূরাসায়নিক চক্র আবর্তিত হয় ।