⏹ পরিবেশ ও পরিবেশবিদ্যা সম্পর্কে মানুষের সচেতনতা দরকার কেন ?
পরিবেশ হল মানুষের বর্তমান সভ্যতা ও সংস্কৃতির উৎস , ধারক ও বাহক । অতীতকাল থেকে আজ পর্যন্ত মানুষের উন্নতির ক্ষেত্রে এমন কোনাে উদাহরণ নেই যেটি প্রাকৃতিক , জীবজ ও সামাজিক পরিবেশের সাহায্য সহায়তা ছাড়া সম্ভব হয়েছে । তবুও উন্নত প্রযুক্তির সুবিধা নিয়ে মানুষের চাহিদা অনুযায়ী ভােগ্যপণ্যের জোগান যত বেড়েছে , ধনী মানুষ ও ধনী দেশ তাদের ক্রমবর্ধমান ধনসম্পদে যত ধনী হয়ে চলেছে , মানুষের আরও উন্নতির আকাঙ্ক্ষা যত তীব্র হয়েছে — মানুষ তত পরিবেশের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা সম্পর্কে উদাসীন হয়েছে । তাই সচেতনতা জরুরি ।