✅ পরাগমিলন ঘটানাের জন্য গাছেদের বিভিন্ন ধরনের বাহক প্রাণীর ওপর নির্ভর করতে হয় । আবার বায়ু ও জলের মাধ্যমেও পরাগযােগ ঘটে।বাহক প্রাণীরা ফুলের মধুও পরাগরেণুকে খাবার রূপে সংগ্রহ করার সময় তাদের দেহের নানা অংশে পরাগরেণু লেগে যায় । ওই প্রাণীরা যখন অন্য কোনাে ফুলে গিয়ে বসে , তখন পরাগরেণু ওই ফুলে গিয়ে পড়ে সফল পরাগযােগ ঘটায় ।