✅ কোনাে জীব খাদ্য ও বাসস্থানের জন্য অপর জীবের দেহে বসবাস করে তার ক্ষতিও করে থাকে । একে পরজীবিতা বলে ।
✅ উকুন , যক্ষ্মার জীবাণু , ফিতাকৃমি , ম্যালেরিয়ার জীবাণু , আমাশয়ের জীবাণু , গােলকৃমি , যকৃতূমি প্রভৃতি পরজীবী মানুষের দেহে বসবাস করে যেমন নিজেরা উপকৃত হয় তেমনই মানুষের কমবেশি ক্ষতিসাধন করে থাকে ।