পটচিত্র সাধারণ ছবির থেকে একটু অন্যরকম হয় কেন ?
উত্তর : পটচিত্রের শিল্পীরা আঁকার জন্য যে রং ব্যবহার করেন তা সাধারণ রং নয় । এই রং কোথা থেকে পাওয়া যাবে এবং কোন্ জিনিস রং করতে কোন্ রং ব্যবহার করা হবে , তা শুধু তারাই জানেন । এজন্যই পটচিত্রগুলি সাধারণছবির থেকে আলাদা হয় ।