নদীর ধারে বড়াে বড়াে জনবসতি গড়ে উঠেছে কেন ?
উত্তর : নদীর ধারে বড়াে বড়াে জনবসতি গড়ে উঠেছে ,
কারণ— ( ১ ) রােজ ব্যবহার করার জন্য জল সহজেই পাওয়া যায় , ( ২ ) কৃষিকাজে সুবিধা হয় , ( ৩ ) জলপথ ব্যবহার করে যাতায়াত করা যায় , জিনিসপত্রও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় । ফলে ব্যাবসাবাণিজ্যের উন্নতি হয় ।