বর্গ সংখ্যার সেই সংখ্যার বর্গমূলের শেষ অংক শেষ অংক
1 1 অথবা 9
4 2 অথবা 8
9 3 অথবা 7
6 4 অথবা 6
5 5
0 0
🔷 উপরের তালিকা থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে , কোন পূর্ণ বর্গ সংখ্যার শেষ অংক কখনই 2 , 3,7 অথবা ৪ হবে না।
🔷 এই তালিকা থেকে আরও সিদ্ধান্তে আসতে পারি যে পূর্ণ বর্ণ সংখ্যার শেষ অংক দেখে ঐ সংখ্যার বর্গমূলের দুটি মাত্র সম্ভাবনা থাকতে পারে । উদাহরণস্বরূপ বলা যায় , কোন পূর্ণ বর্গ সংখ্যার শেষ অংক 4 হলে ঐ সংখ্যার বর্গ মূল হয় 2 নতুবা ৪ দিয়ে শেষ হবে । এই সম্ভাব্য দুটি সংখ্যা থেকে যদি কোন উপায়ে সঠিক বগমূল সংখ্যাটিকে নির্ণয় করে নেওয়া যায় তাহলেই ঐ সংখ্যার বর্গমূল নির্ণয় করা সম্ভব হবে ।