দশ শিখ গুরু
1. গুরু নানক ( 1469-1539 খ্রিষ্টাব্দ ) — শিখধর্মের প্রতিষ্ঠাতা , তাঁর বাণী ‘ আদিগ্রন্থ ‘ বা ‘ গুরু গ্রন্থসহিব ’ – এ সংকলিত রয়েছে ।
2. গুরু অঙ্গদ ( 1539-1552 খ্রিষ্টাব্দ ) —গুরুমুখী লিপির উদ্ভাবক |
3. গুরু অমরদাস ( 1552-1574 খ্রিষ্টাব্দ ) —সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন , লঙ্গর ব্যবস্থা চালু করেন ।
4. গুরু রামদাস ( 1574-1587 খ্রিষ্টাব্দ ) —আকবর প্রদত্ত জমিতে অমৃতসর এর প্রতিষ্ঠা করেন ।
5. গুরু অর্জুনদেব ( 1481-1606 খ্রিষ্টাব্দ ) — অমৃতসরে স্বর্ণমন্দির প্রতিষ্ঠা করেন , আদিগ্রন্থ সম্পাদনা করেন , বিদ্রোহী মুঘল রাজপুত্র খসরুকে সাহায্যের অভিযােগ জাহাঙ্গীর অর্জুনদেবকে প্রাণদন্ড দেন ।
6. গুরু হরগােবিন্দ ( 1606-1645 খ্রিষ্টাব্দ ) — শিখদের একটি সামরিক শক্তিতে পরিণত করেন । অমৃতসরকে দুর্গের মতাে শক্তিশালী করে তােলেন , অকাল তখ্তের প্রতিষ্ঠা করেন ।
7. গুরু হররাই ( 1645-1661 খ্রিষ্টাব্দ )
8. গুরু হরকিষেণ ( 1661-1664 খ্রিষ্টাব্দ )
9. গুরু তেগবাহাদুর ( 1664-1675 খ্রিষ্টাব্দ ) — ঔরঙ্গজেবের সময় দিল্লিতে তাঁকে হত্যা করা হয় ।
10. গুরু গােবিন্দ সিং ( 1675-1708 খ্রিষ্টাব্দ ) — ‘ খালসা’র প্রতিষ্ঠাতা , ‘ পাহুল ’ ইত্যাদি নতুন ব্যবস্থা চালু করেন , সদর দপ্তর আনন্দপুরে সরিয়ে নিয়ে যান , বাহাদুর শাহের দরবারে একজন অভিজাত হিসেবে যােগ দেন ।