তাপন মূল্য : এক গ্রাম পরিমাণ কোনাে জ্বালানি অক্সিজেনে সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় , তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে ।
● তাপন মূল্যের ( Calorific Value ) প্রচলিত একক হল কিলােজুল / গ্রাম ( kJ / g ) ।
□ কয়লার তাপন মূল্য ( kJ / g ) : 25-30
□ কাঠ কয়লার তাপন মূল্য ( kJ / g ) : 33
□ ডিজেলের তাপন মূল্য ( kJ / g ) : 45
□ কেরােসিনের তাপন মূল্য ( kJ / g ) : 48
□ পেট্রোলের তাপন মূল্য ( kJ / g ) : 50
□ প্রাকৃতিক গ্যাসের ( CNG ) তাপন মূল্য ( kJ / g ) : 33-50
□ রান্নার গ্যাসের ( LPG ) তাপন মূল্য ( kJ / g ) : 50
□ হাইড্রজেনের তাপন মূল্য ( kJ / g ) : 150 ( সবচেয়ে বেশি )