ডােকরার পুতুলগুলি সব আলাদা আলাদা দেখতে হয় কেন ?
উত্তর : ডােকরার পুতুল বানানাের জন্য একটি ছাঁচ একবারই ব্যবহার করা হয় । আবার ওই ছাঁচগুলােও হাতে বানানাে হয় বলে একটা ছাঁচের সঙ্গে অন্য ছাঁচের মিল থাকে না । সেজন্য ডােকরার পুতুলগুলি সব আলাদা আলাদা দেখতে হয় ৷