✅ অতিক্ষুদ্র ও খালিচোখে দেখা যায় না এমন জীবেদের আমরা সাধারণভাবে জীবাণু বলে থাকি ।
✅ দুধ থেকে দই তৈরিতে ল্যাকটোব্যাসিলাস নামক জীবাণু সাহায্য করে ।
✅ পাউরুটি তৈরিতে সাহায্য করে ইস্ট নামের ছত্রাক ।
✅ খাদ্য তৈরি ছাড়াও অ্যান্টিবায়ােটিক ওষুধ ( স্ট্রপ্টোমাইসিন , এরিথ্রোমাইসিন ) প্রস্তুতের ক্ষেত্রেও জীবাণুদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।