ছেলেবেলার দিনগুলো – পুন্যলতা চক্রবর্তী

ছেলেবেলার দিনগুলো
পুন্যলতা চক্রবর্তী


💠 লে খ ক প রি চি তি 💠

পুণ্যলতা চক্রবর্তী ১৮৯০ খ্রিস্টাব্দের ১০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন । তিনি একজন বাঙালি শিশুসাহিত্যিক |

তার লিখিত কিছু উল্লেখযােগ্য গ্রন্থ হল — ছেলেবেলার দিনগুলি , ছােট্ট ছােট্ট গল্প , গাছপালার কথা এবং রাজবাড়ি ৷ ১৯৭৪ খ্রিস্টাব্দে পুণ্যলতা চক্রবর্তীর জীবনাবসান হয় ।



💠 সা র ম র্ম 💠

লেখিকা তার ছেলেবেলার ফেলে আসা দিনগুলির কথা স্মরণ করেছেন । খুড়তুতাে , পিসতুতাে ভাইবােনদের নিয়ে তিনি খেলায় মেতে উঠতেন ৷ যেমন , জড়াে করা গঙ্গামাটি তুলে তা দিয়ে গােলা বানিয়ে শুরু হত লড়াইয়ের খেলা | এর নাম দেওয়া হয়েছিল ‘ পটগুলটিশ ওয়ার ’ | দাদার সঙ্গে চোর – পুলিশ খেলতে গিয়ে একদিন লেখিকার হাতের বালা ভেঙে যায় l

ক্রিকেট , হকি প্রভৃতি খেলায় অংশগ্রহণের পাশাপাশি লেখিকা পুতুলখেলাতেও সময় কাটাতেন ৷ এসব ছাড়াও ‘ রাগ বানানাে ‘র খেলাটি ছিল তার পছন্দের । ‘ কবিতায় গল্প বলা’ —র খেলাটিও তারা খেলতেন ।

সুকুমার রায়কে দেখে পুণ্যলতাও কবিতা লেখার আসরে নামেন । তারপর শুরু করেন গল্প লেখা ।

💠 শ ব্দা র্থ 💠

সিলিং : ঘরের ছাদের নীচের পিঠ

• গুরুগম্ভীর : গভীরতা – বিশিষ্ট

• কোত্থেকে : কোথা থেকে

কাচুমাচু : জড়সড়াে , ভয়ে বা লজ্জায় আড়ষ্ট

• হাঁফ : দম , দীর্ঘশ্বাস

হাতকড়ি : মূলত কয়েদিদের বা অপরাধীদের দু হাত বাঁধার জন্য লােহার বালাবিশেষ

ছিরি : শ্ৰী , ভঙ্গি , ঢং

• সাপমুখাে : সাপের মুখের মতাে

• গড়িয়ে : তৈরি করে

• দস্যি : দামাল , দুরন্ত

মজবুত : শক্তপােক্ত , দৃঢ়


💠 বি প রী ত শ ব্দ 💠

• কুবুদ্ধি : সুবুদ্ধি

ভরতি : খালি

• হেসে : কেঁদে

আরম্ভ : সমাপ্তি


🌐 নীচের প্রশ্নগুলির উত্তর দাও ।

১.১ পুণ্যলতা চক্রবর্তীর কয়েকজন ভাইবােনের নাম লেখাে ।

উত্তর : পুণ্যলতা চক্রবর্তীর কয়েকজন ভাইবােন হলেন— সুকুমার রায় , সুবিনয় রায়চৌধুরী ও সুখলতা রাও ।

১.২ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখাে ।

উত্তর : পুণ্যলতা চক্রবর্তীর লেখা দুটি বই — রাজবাড়ি ও ছােট্ট ছােট্ট গল্প |


🔷নীচের এলােমেলাে শব্দগুলি সাজিয়ে লেখাে ।

খা ড়া লে প

উত্তর —লেখাপড়া

টি ল গু শ ট প

উত্তর — পটগুলটিশ

ঘ ল পু তু র

উত্তর — পুতুলঘর

রা ক ম না

উত্তর — নামকর

গ র গু রু ম্ভী

উত্তর — গুরুগম্ভীর



🔷 কোনটি বেমানান চিহ্নিত করাে ।

খুঁটে , উনুন , কামান , রান্নাঘর

উত্তর : কামান

সিড়ি , চিলেকোঠা , বারান্দা , বাজার

উত্তর — বাজার

আলমারি , হাতকড়ি , চোর , পুলিশ

উত্তর : আলমারি

জ্যাঠা , দাদা , বাবা , কাকা

উত্তর : দাদা


✅ সন্ধি বিচ্ছেদ করাে ।

স্বস্তি — সু + অস্তি

নগেন্দ্র —নগ + ইন্দ্র

আরেক —আর + এক

Related posts:

পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page