কেবল দিনের বেলায় সূর্যকে দেখা যায় , রাতের আকাশে সূর্য থাকে না কেন ?
উত্তর : সূর্য স্থির ও পৃথিবী নিজের চারদিকে পাক খেতে খেতে সূর্যের চারপাশে ঘােরে । ফলে পৃথিবীর যে অর্ধেকটা সূর্যের উলটো দিকে থাকে , সেখান থেকে সূর্যকে দেখা যায় না । সেখানে তখন অন্ধকার । সেজন্য রাতের আকাশে সূর্যকে দেখা যায় না ।