Q. একটি ছাত্র / ছাত্রী যদি ‘ ইংরেজিতে ‘ দুর্বল হয় , তাহলে সেক্ষেত্রে ইংরেজী শিক্ষকের ভূমিকা কী হবে ?
A. শিক্ষক তার জন্য প্রশ্ন এবং উত্তর লিখে দেবেন
B. শেখো চেষ্টা করবেন যাতে ছাত্র/ছাত্রীটির ওই বিষয়ের কৌতুহল সৃষ্টি হয়
C. ছাত্র/ছাত্রীর দিকে ওই বিষয়টিকে গুরুত্ব দিতে না বলবেন
D. শিক্ষক বিশেষ যত্ন সহকারে ছাত্র/ছাত্রীটিকে ‘ ইংরেজি ‘বিষয়টিকে উন্নতি করতে সাহায্য করবেন
Ans : শেখো চেষ্টা করবেন যাতে ছাত্র/ছাত্রীটির ওই বিষয়ের কৌতুহল সৃষ্টি হয়