Q. একটি ছাত্রীর বিজ্ঞান বিষয়ে বিশেষ দক্ষতা এবং আগ্রহ আছে , কিন্তু তার পিতা-মাতা তাকে বিজ্ঞানের বদলে কলাবিদ্যা নিয়েই পড়তে বাধ্য করছেন l আপনি এ বিষয়ে কী পরামর্শ দেবেন ?
A. ছাত্রীটিকে তার পিতামাতার কোথাই শুনতে বলবেন
B. তার প্রিয় বিষয় আরও বেশি গুরুত্ব দিতে বলবেন
C. পিতা-মাতার সঙ্গে কথা বলবেন এবং ছাত্রীটির বিশেষ দক্ষতা সম্পর্কে তাঁদের অবহিত করবেন
D. ছাত্রটিকে বৃত্তি পাওয়ার জন্য চেষ্টা করতে বলবেন , যাতে সে তার আগ্রহের বিষয় নিয়ে পড়তে পারে
Ans : তার প্রিয় বিষয় আরও বেশি গুরুত্ব দিতে বলবেন