উঠো গো ভারতলক্ষ্মী
অতুলপ্রসাদ সেন
💠 ক বি প রি চি তি 💠
বিখ্যাত কবি , গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ
করেন । গীতিগুঞ্জ নামক গ্রন্থে অতুলপ্রসাদের সমস্ত গান সংকলিত হয়েছে। ‘মিছে তুই ভাবিস মন ‘ , ‘ একা মাের গানের তরী ‘ ইত্যাদি তার কিছু বিখ্যাত গান । অতুলপ্রসাদ রচিত ‘ উঠো গাে ভারতলক্ষ্মী ‘ বাংলা ভাষায় লেখা দেশাত্মবােধক গানগুলির মধ্যে অন্যতম । ১৯৩৪ সালের ২৬ আগস্ট তিনি মারা যান l
💠 সা র ম র্ম 💠
কবি চেয়েছেন তার দেশমাতা ‘ ভারতলক্ষ্মী ’ যেন সমস্ত দুঃখ দৈন্য-লজ্জা ত্যাগ করে শােকসজ্জা ‘ ছেড়ে উঠে দাঁড়ান । জননী যেন তার “ ত্রিংশতি কোটি ” সন্তানসন্ততিদের কোলে তুলে নেন ; তাদের দুর্দশা থেকে মুক্তি দেন । ভারতমায়ের অভয়ম্পর্শেই , নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হবে ; দেশ পুনরায় ‘ শুভ লক্ষ্যে’র দিকে চালিত হবে । হিংসা , মৃত্যুতে জীর্ণ গােটা ভারতভূমি । দেশমাতা এই সমস্ত ‘ পাপ ‘ – কে দূর করে , শ্মশানরূপ দেশে প্রাণের স্পন্দন জাগিয়ে
তুলবেন । তাঁর উদার দৃষ্টি ও পুণ্যকর্মের ফলেই এই দেশের মাটি পবিত্র , শুদ্ধ হয়ে উঠবে বলে কবির বিশ্বাস ।
💠 শ ব্দা র্থ 💠
• জগৎ – জন : জগৎবাসী
• শােকশয্যা : দুঃখের বিছানা , কষ্টে অহেতুক ডুবে থাকা
• পুনঃ : পুনরায়
• ত্রিংশতি : তিনশাে
• দুখ – লাঞ্ছিত : দুঃখ – দুর্দশায় পীড়িত
• শঙ্কিত : ভীত
প্রশ্নঃ কবি ‘ জগৎ – জন পূজ্যা ’ বলতে কার কথা বুঝিয়েছেন ?
উত্তর : কবি অতুলপ্রসাদ সেন ‘ জগৎ – জন পূজ্যা ’ বলতে ভারতের কথা বুঝিয়েছেন ।
প্রশ্নঃ গানে কী চূর্ণ করার কথা বলা হয়েছে ?
উত্তর — গানের ধারা ‘ দ্বেষ হিংসা ‘ চূর্ণ করার কথা বলা হয়েছে l
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ গুলির অর্থ লেখ:
উত্তর —
• সব : সমস্ত; শব : মৃতদেহ
• বাস : গন্ধ ; বাস : বাসস্থান , বসবাস করার জায়গা