■ সৌরশক্তি :
সূর্য থেকে আসা সৌরশক্তির উৎস হল নিউক্লিয় সংযােজন বিক্রিয়া । সৌরশক্তির মধ্যে তাপ ও আলােক শক্তি রয়েছে । সােলার কুকার , সােলার ওয়াটার হিটার , সৌরকোশ ইত্যাদিতে সৌরশক্তিকে কাজে লাগানাে হচ্ছে ।
● সৌরকোশ : সৌরকোশে সৌরশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয় । সৌরকোশে সিলিকন – বােরন – এর একটি স্তর এবং সিলিকন – আর্সেনিক – এর একটি স্তর পাশাপাশি থাকে । এতে 0.5 V বিভব পার্থক্য সৃষ্টি হয় ।
● সৌরকোশ প্যানেল : অনেকগুলি সৌরকোশকে যুক্ত করে একটি সৌরকোশ প্যানেল তৈরি করা হয় ।
■ সৌরকোশের ব্যবহার :
1. কৃত্রিম উপগ্রহে এবং দূরের বিচ্ছিন্ন অঞ্চলে তড়িৎ সরবরাহ করতে , রেডিয়াে , টিভি ইত্যাদি চালাতে ।
2. ঘড়ি , ক্যালকুলেটর , ট্রাফিক সিগন্যাল , খেলনা ইত্যাদি চালাতে ব্যবহৃত হয় ।