সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কেন ?
উত্তর : রক্ত সারা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও প্রয়ােজনীয় পুষ্টি পৌঁছে দেয় । এ ছাড়া রক্তে থাকা বিভিন্ন উপাদান জীবাণু ধ্বংস করে । আবার , ওষুধ খেলে রক্তের মধ্যে ওষুধ গুলে যায় এবং রক্তের মাধ্যমে সেই ওষুধ ক্ষতস্থানে পৌঁছােয় ।