□ জ্বালানি কী ?
☑️ যে সব পদার্থ অক্সিজেনে পােড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় তাদের জ্বালানি বলে ।
□ সর্বাধিক ব্যবহৃত দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখাে ।
☑️ কয়লা , খনিজ তেল ।
□ জীবাশ্ম জ্বালানিকে অপুনর্ভব ( Non – renewable ) শক্তি বলে কেন ?
☑️ জীবাশ্ম জ্বালানি সৃষ্টি হতে কোটি – কোটি বছর সময় লেগে যায় । তাই পৃথিবীর জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার শেষ হলে নতুন করে তা আর পাওয়া সম্ভব নয় । তাই একে অপুনর্ভব শক্তি বলে ।
□ তাপন মূল্যের একক কী ?
☑️ তাপন মূলের প্রচলিত একক হল কিলােজুল / গ্রাম ।
□ ‘ একটি জ্বালানির তাপন মূল্য x kcal / kg’— উক্তিটির অর্থ কী ?
☑️ উক্তিটির অর্থ হল 1kg পরিমাণ ওই জ্বালানির সম্পূর্ণ দহনে x kcal পরিমাণ শক্তি উৎপন্ন হবে ।
□ সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য কী ?
☑️ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের ক্ষতিপুরণ করে বর্তমান সমাজের উন্নয়ন ঘটানাে ।
□ সুস্থায়ী উন্নয়নের আবশ্যিক শর্ত কোনটি ?
☑️ সহনযােগ্যতা বা বহনযােগ্যতা ।
□ সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ দাও ।
☑️ স্থায়ী পপুলেশন , বায়ােডাইভারসিটি সংরক্ষণ ।
□ মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়ােজনীয় দুটি পদক্ষেপ কী কী হতে পারে তা উল্লেখ করাে ।
☑️ ( i ) জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাসম্ভব কমিয়ে তার সংরক্ষণ করতে হবে ।
( ii ) পুনর্নবীকরণযােগ্য ( Renewable ) শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে ।
□ কোন্ জ্বালানির তাপন মুল্য ( Calorific Value ) সবচেয়ে বেশি ?
☑️ হাইড্রোজেন ( 150 kJ / g ) ।
□ ভূ-তাপ শক্তির প্রধান উৎস কী ?
☑️ আগ্নেয়গিরি ও উষ্ণ প্রস্রবণ ।
□ জ্বালানির জ্বলন বিন্দু ( Ignition Point ) কাকে বলে ?
☑️ সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনাে জ্বালানি পৌছালে তা বায়ুতে জ্বলতে শুরু করে অর্থাৎ দহন বিক্রিয়া শুরু হয় , সেই তাপমাত্রাকে ওই জ্বালানির জ্বলন বিন্দু বলে ।
□ একটি জ্বালানির জলন বিন্দু ( Ignition Point ) 80 ° C বলতে কী বােঝ ?
☑️ উক্তিটির অর্থ হল ওই জ্বালানি ৪0 ° C উষ্ণুতায় পৌছালে ওর দহন শুরু হয় ।
□ কয়লা , পেট্রোলিয়াম -কে অপুনর্নবীকরণযােগ্য ( Non renewable ) শক্তি উৎস বলে কেন ?
☑️ কারণ এদের শক্তি উৎস হিসেবে একবার ব্যবহার করার পর পুনরায় তার ব্যবহার করা যায় না ।
□ বর্তমানে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে গাড়িতে কোন জ্বালানি ব্যবহার করা হয় ?
☑️ CNG
□ জীবাশ্ম জ্বালানি ব্যতীত অপর একটি অনবীকরণযােগ্য শক্তি উৎসের উদাহরণ দাও ।
☑️ নিউক্লিয় শক্তি , যেমন- ইউরেনিয়াম ।
□ রান্নার গ্যাস ( LPG ) – এর তাপন মূল্য 50 KJ / g’- এর অর্থ কী ?
☑️ 1 g রান্নার গ্যাসের সম্পূর্ণ দহনে 50 KJ তাপশক্তি উৎপন্ন হয় ।
□ কোন্ উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়ােগ্যাস দুটোতেই বর্তমান ?
☑️ মিথেন।
□ প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেকসময় ব্লক হয়ে যায় কেন ?
☑️ কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার জন্য প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় ।
□ Firedamp কী ?
☑️ মিথেন গ্যাস বায়ুর সঙ্গে মিশে বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে এবং খনিতে প্রায়ই অগ্নিকাণ্ডের সৃষ্টি করে । একে Firedamp বাল ।
□ Sweet Gas কাকে বলে ?
☑️ প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড ( H2S ) অশুদ্ধিরূপে মিশে থাকলে , তাকে Sweet Gas বলে ।
□ অপ্রচলিত বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখাে ।
☑️ সৌরশক্তি এবং বায়ুশক্তি ।
□ সৌরকোশ কী ?
☑️ সৌরকোশ হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সৌরকিরণকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা যায় ।
□ সৌরকোশ প্যানেল কী ?
☑️ অনেকগুলি সৌরকোশকে যুক্ত করে একটি সৌরকোশ প্যানেল তৈরি হয় এবং এর থেকে উৎপন্ন ক্ষমতা বেশি হয় ।
□ বায়ুশক্তির প্রকৃত উৎস কী ?
☑️ বায়ু ।
□ কোন যন্ত্রের সাহায্যে সৌরশক্তিকে সরাসরি তড়িৎশক্তিতে রুপান্তরিত করা যায় ?
☑️ সৌরকোশ সমন্বিত সােলার প্যানেল ।
□ সৌর – উত্তাপক যন্ত্রের ভেতরের অংশ কালাে করার কারণ কী ?
☑️ কালাে বর্ণ অধিক তাপ শােষণকারী হওয়ায় সৌর – উত্তাপক যন্ত্রের ভেতরের পৃষ্ঠতল কালাে রং করা হয় ।
□ সৌর বিদ্যুতের ব্যবহার লেখাে ।
☑️ বর্তমানে সৌরবিদ্যুৎ – এর ব্যবহার লক্ষণীয় –
( i ) গ্রামে – গঞ্জে প্রচলিত বিদ্যুৎবিহীন এলাকায় আলাে জ্বালাতে , পাখা , টিভি , রেডিয়াে , জলের পাম্প চালাতে ,
( ii ) রাস্তার যানবাহন ও ট্রেনের সিগনাল ব্যবস্থায় ,
( iii ) টেলিফোন যােগাযােগ ব্যবস্থা , সমুদ্র উপকূলের বাতিঘর , ক্ষুদ্র কুটির শিল্পে যন্ত্রপাতি চালাতে সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে।
□ DNES কী ? এর সম্পূর্ণ নাম কী ?
☑️ অপ্রচলিত শক্তির উৎস দপ্তর হল DNES । এর সম্পূর্ণ নাম Department of Non – conventional Energy Sources .
□ আগেকার দিনে বায়ুশক্তিকে কীভাবে কাজে লাগানাে হত ?
☑️ বায়ুকলের ব্লেডের ঘূর্ণনকে শ্যাফেটের সাহায্যে ব্যবহার করে কুয়াে থেকে জল তুলতে ও গমকলের কাজে বায়ুশক্তিকে ব্যবহার করা হত ।
□ বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করতে হলে বায়ুর ন্যূনতম গতিশক্তি কত হওয়া দরকার ?
☑️ 15 km / ঘন্টা।
□ এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরােক্ষ কোনােভাবেই সূর্য থেকে আসে না ।
☑️ ভূতাপ শক্তি ।
□ ভূতাপ শক্তির ব্যবহার লেখাে ।
☑️ ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ।
□ বায়ুশক্তি কাকে বলে ?
☑️ অবিরাম প্রবহমান বায়ুর গতিবেগকে ব্যবহার করে – বায়ুকলের ( Windmill ) সাহায্যে যে বিদ্যুৎশক্তি উৎপন্ন করা হয় , তাকে বায়ুশক্তি বলে ।
□ বায়ুখামার ( Wind – Farm ) কী ?
☑️ বায়ুকল ব্যবহার করে বায়ুর গতিবেগকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের সমগ্র ব্যবস্থাটিকে Wind Farm বা বায়ুখামার বলে ।
□ জোয়ারভাটা শক্তি কী ?
☑️ সমুদ্রে জোয়ার ও ভাটার সময় জলরাশির যে বিপুল গতি সৃষ্টি হয় , তা থেকে শক্তি উৎপাদন করা যায় । একে জোয়ারভাটা শক্তি বলে ।
□ জোয়ারভাটা শক্তির উৎপাদন ক্ষমতা কীরকম হয় ?
☑️ উৎপাদন ক্ষমতা খুব উচ্চ প্রায় 80 % ।
□ পৃথিবীপৃষ্ঠের প্রতি বর্গমিটারে যে পরিমাণ সৌরশক্তি পাওয়া যা তার মান কত ?
☑️ 1.3 KW
□ বায়োমাস কী ?
☑️ উক্তিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যা জ্বালানি রুপে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে , তাকে বায়ােমাস বলে ।
□ বায়ােমাসের উদাহরণ দাও ।
☑️ ( i ) কাঠ ( i ) কৃষি বর্জ ( iii ) গােবর ।
□ বায়ােগ্যাস কাকে বলে ?
☑️ বায়ােমাস ( Biomass ) – কে অক্সিজেনের অনুপস্থিতিতে বিয়ােজিত করে যে গ্যাস উৎপাদন করা হয় , তাকে বায়ােগ্যাস বলে । এতে মূল উপাদান হিসেবে মিথেন গ্যাস ( প্রায় 65 % ) থাকে।
□ বায়ােগ্যাসের উপাদানগুলি কী কী ?
☑️ ( i ) মিথেন ( 65 % )
( ii ) কার্বন ডাইঅক্সাইড
( iii ) হাইড্রোজেন
( iv ) হাইড্রোজেন সালফাইড ।
□ জল ও অক্সিজেনের মধ্যে কোনটি গােবর থেকে বায়ােগ্যাস উৎপাদনের কাজে ব্যবহৃত হয় ?
☑️ জল ।
□ বায়ােগ্যাসের মূল উপাদানটি কী ?
☑️ মিথেন গ্যাস ।
□ বায়ােগ্যাস প্ল্যান্টের ক – টি অংশ ও কী কী ?
☑️ তিনটি অংশ- মিশ্রণ আধার , ডাইডেস্টার ও বহির্গমন আধার ।
□ বায়ােগ্যাস প্ল্যান্টে কোন্ পদ্ধতিতে বায়ােগ্যাস উৎপন্ন করা ?
☑️ বিয়ােজন ।
□ বায়ােডিজেল কীভাবে প্রস্তুত করা হয় ?
☑️ উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বির ট্রান্স – এস্টরিফিকেশনের দ্বারা বায়ােডিজেল প্রস্তুত করা হয় ।
□ ভারতে বায়ােডিজেল প্রস্তুত করা হয় এমন এক উদ্ভিদের নাম লেখাে ।
☑️ জ্যাট্রোফা গাছের বীজ থেকে ।
□ সহনশীল বিকাশের মূল শর্তটি কী ?
☑️ পরিবেশের ওপর ন্যূনতম হস্তক্ষেপ ।
□ সৌরকোশ ব্যবহৃত হয় এরূপ কয়েকটি যন্ত্রের নাম লেখাে ।
☑️ ঘড়ি , ক্যালকুলেটর , ট্রাফিক সিগন্যাল ইত্যাদি ।
□ বর্তমানে ভারতে বায়ুশক্তি থেকে উৎপন্ন তড়িৎ ক্ষমতার পরিমাণ কত ?
☑️ 1025 MWI
□ একটি সৌরকোশে কত বিভব পার্থক্য সৃষ্টি হয় ?
☑️ 0.5V বিভব পার্থক্য সৃষ্টি হয় ।
□ সৌরশক্তির উৎস কী ?
☑️ নিউক্লিয় সংযােজন বিক্রিয়া ।
□ কোন্ প্রচলিত শক্তির ব্যবহারে সরাসরি পরিবেশ দূষিত হয় না ?
☑️ জলবিদ্যুৎ শক্তি ।
□ প্রচলিত শক্তিগুলির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কোনটি ?
☑️ প্রাকৃতিক গ্যাস ।
□ চারকোল ও জ্বালানি কাঠের মধ্যে কোন্ জ্বালানিটি বেশি পরিবেশ দূষণ ঘটায় ?
☑️ জ্বালানি কাঠ ।
□ প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রকৃতিতে আর কোথায় মিথেন গ্যাস পাওয়া যায় ?
☑️ কয়লাখনিতে , যা কোল বেড মিথেন নামে পরিচিত । এ ছাড়া সমুদ্র উপকূল গর্ভে ও মেরু অঞ্চলে বরফের নীচে মিথেন হাইড্রেট রূপেও মিথেন পাওয়া যায় ।
□ LPG- এর পূর্ণরূপ কী ?
☑️ Liquefied Petroleum Gas .
□ CNG- এর পূর্ণরূপ কী ?
☑️ Compressed Natural Gas .
□ রান্নার ক্ষেত্রে বায়ােগ্যাস ব্যবহারের সুবিধা কী ?
☑️ রান্নার বাসনপত্রে কালি পড়ে না ।
□ ভূতাপ শক্তিকে কীভাবে ব্যবহার করা হয় ?
☑️ সরাসরি তাপশক্তি রূপে বা বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে ।
□ বায়ােগ্যাস প্ল্যান্টে যে সব ব্যাকটেরিয়া বায়ােমাসকে মিথেন গ্যাসে বিয়ােজিত করে তাদেরকে কী বলা হয় ?
☑️ অ্যানেরােবিক ব্যাকটেরিয়া ।
□ মিথানােজেনিক ব্যাকটেরিয়া কোন্ গ্যাসকে বিজারিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে ?
☑️ CO2
□ মিথেন হাইড্রেট কী ?
☑️ নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতাে গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থাকে । একে ‘ মিথেন হাইড্রেট বলে ।
□ মিথেন হাইড্রেটের সংকেত লেখাে ।
☑️ 4CH4 . 23H2O
□ বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
☑️ ফোর্টিন ব্যারােমিটারের সাহায্যে ।
□ বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
☑️ অ্যানিমােমিটার ।
□ বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উৎস কী ?
☑️ প্রাকৃতিক গ্যাস , বর্জ্য পদার্থের বিয়ােজন , গবাদি পশুর মলমূত্র , জলাভূমি , ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপ ইত্যাদি থেকে মিথেন উৎপন্ন হয় ।
□ এমন একটি জ্বালানির উদাহরণ দাও যাতে কার্বন নেই , অথচ যার তাপন মূল্য বেশ উচ্চ ।
☑️ হাইড্রোজেন গ্যাস ।
□ নীচের জ্বালানিগুলিকে উহাদের তাপন মূল্যের নিম্নক্রম অনুসারে সাজাও : বায়ােগ্যাস , কেরােসিন , কাঠ , পেট্রোল , মিথেন , হাইড্রোজেন গ্যাস ।
☑️ হাইড্রোজেন গ্যাস > মিথেন > পেট্রোল > কেরােসিন > বায়ােগ্যাস > কাঠ ।
□ কয়লা ও ডিজেলের মধ্যে কোন্টির তাপনমূল্য বেশি ?
☑️ কয়লা ( 25-30 KJ / g ) – এর চেয়ে ডিজেল ( 45 KJ / g ) – এর তাপনমূল্য বেশি ।
□ ফায়ার আইস ( Fire Ice ) কাকে বলে ?
☑️ মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে ।
সাধারন বিজ্ঞান
পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা