● মেথানোজেনিক ব্যাকটেরিয়া : মেথানােজেন হল অ্যারকি ( এক ধরনের ব্যাকটেরিয়া ) যা স্বল্প অক্সিজেন পরিবেশে বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে মিথেন উৎপন্ন করে । এগুলি জলাভূমিতে থাকে এবং মার্স গ্যাস ( মিথেন ) উৎপন্ন করে ।
● বায়ােগ্যাস প্ল্যান্ট : জলের উপস্থিতিতে কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যানেরােবিক ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী এবং উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়ােজন পদ্ধতির দ্বারা বায়ােগ্যাস উৎপন্ন করা হয় বায়ােগ্যাস প্ল্যান্ট – এ । বায়ােগ্যাস প্ল্যান্টে গােবর , মানুষের বর্জ্য , কৃষিকার্যের বর্জ্য , উদ্ভিদের বর্জ্য , পােলট্রিতে উৎপন্ন বর্জ্য এবং ফেলে দেওয়া কাগজের টুকরা ব্যবহার করে বায়ােগ্যাস উৎপন্ন করা হয় ।