“⭐দেশি শব্দ ⭐
■ তদ্ভব শব্দের সঙ্গে যুক্ত যে সকল অনার্য শব্দ কিংবা অজ্ঞাতমূল শব্দ রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে অথবা আর্যরা বাংলাদেশে আসার আগে যে অনার্য জাতিরা বাংলাদেশে বাস করত , তাদের ব্যবহুত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে , সেগুলিকে বলা হয় দেশি শব্দ ।
● তদ্ভব শব্দের সঙ্গে অনার্য সম্প্রদায়ের ভাষায় প্রচলিত বহু শব্দ কিংবা অজ্ঞাতমূল কিছু কিছু শব্দ রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে ।
● যেমন —
পোট্ট > পেট
মােচিঅ > মুচি ,
চঙ্গ > চাঙ্গা ,
ঢুণ্ ঢ > ঢুঁড় ( খোঁজ ) ,
ঢাক্ ( আচ্ছাদিত করা ) ,
ঢুক ( ভিতরে প্রবেশ করা ) ,
চাউল , চিংড়ি ইত্যাদি ।
● তা ছাড়া আর্যরা বাংলাদেশে আসার আগে যে সকল অনার্য জাতি ( অস্ট্রিক , দ্রাবিড় প্রভৃতি ) বাংলার ভূখণ্ডে বাস করত , তাদের ভাষা থেকেও অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে ।
● যেমন — ঢেঁকি , ঝাঁটা , কুলা , ঝাঁকা , ঢােল , বঁটি , ধামা , ধুচুনি , ঢোঁড়া , ঝােল , ঝিঙা , ডাসা , ডাব , ডিঙি , ঢেউ , ঘােমটা , তেঁতুল , টোপর , খড় , খােকা , ডিঙা , খুকি , ফিঙে , দোয়েল , ঢাল , কেঁচো , কোঁচড় , ঘুড়ি , চটি , চাকি , চাটা , তুঁত , বকনা , টেঁটরা , টুকরি , বড়শি , পােকা , নরুন , কানা , ঠোঙা , কেঁদো , গেঁড়া , চিংড়ি , মুড়ি , টাঙি ইত্যাদি ।”