পশুর চামড়ার ব্যবহার কমাতে হয়েছে কেন ?
উত্তর : চামড়া পাওয়া যায় মৃত পশুদের দেহ থেকে । তাই চামড়ার ব্যবহার যত বাড়বে পশু হত্যাও তত বাড়বে তা ছাড়া চামড়ার কারখানা থেকে দুর্গন্ধ বাতাসে ছড়ায় , ফলে বায়ুদূষপ হয় । আবার চামড়ার কারখানার নােংরা জলে মিশে জলকে দূষিত করে । তাই চামড়ার ব্যবহার আস্তে আস্তে কমাতে হয়েছে ।