১. ধ্বনিতত্ত্ব :
ধ্বনিতত্ত্ব হল কোনাে বিশেষ ভাষার ধ্বনির পরিচয় , ধ্বনির সংস্থান , ধ্বনির সংযােগ , পরিবর্তন ইত্যাদি । বাংলা ধ্বনিতত্ত্ব হল বাংলা ভাষার ধ্বনি বিষয়ক আলােচনা ।
🙂 ধ্বনি মানে আওয়াজ । আওয়াজ অনেক রকমের —
বাতাস বয় – শনশন ।
গােরু ডাকে – হাম্বা হাম্বা ।
কোকিল ডাকে – কুহু কুহু ।
বাসের হর্ন বাজে – ভোঁ ভোঁ ।
‘ শনশন ’ প্রকৃতির আওয়াজ । ‘কুহু কুহু ‘ ,
‘ হাম্বা হাম্বা ’ জীবজন্তুর ডাকের আওয়াজ। ‘ভোঁ ভোঁ ’ যানবাহনের আওয়াজ । আরও কত রকমের আওয়াজ আছে । ধ্বনি ’ বলতে ব্যাকরণে এইসব আওয়াজ বােঝায় না । বােঝায় মানুষের মুখে উচ্চারিত ধ্বনি , যার নাম বাগধ্বনি । বাক্ হল ‘ কথা ‘ । কথা বলার আওয়াজ হল ‘ বাগধ্বনি ’ ( Speech sound ) ।
🛑 বাগযন্ত্র ( Speech organ ) :
কথা তৈরির যন্ত্র হল বাগযন্ত্র । আর বাগযন্ত্র থেকে যে ধ্বনি বা আওয়াজ জন্মায় , তা হল বাগধ্বনি । বাগধ্বনি আলােচনার গােড়াতেই জেনে নেওয়া দরকার বাগযন্ত্র ( Speech organ ) ও তার যন্ত্রাংশের কথা ।
♨️ এর পরের অংশে আমরা পড়বো বাগযন্ত্র যে সমস্ত যন্ত্রাংশের সাহায্যে কাজ করে সেগুলো নিয়ে।