আগেকার দিন থেকে এখনকার দিন পর্যন্ত আগুনের কয়েকটি ব্যবহার লেখাে ।
উত্তর : আগেকার দিন থেকে এখনকার দিন পর্যন্ত আগুনের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল—
( ১ ) আগে মানুষ আগুনে ঝলসে খাবারের জীবাণু নষ্ট করে খাবার খেত । ( ২ ) বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুন ব্যবহার করত ।
( ৩ ) এখন কামারশালায় আগুনে গলিয়ে লােহা নরম করা হয় ।
( 8 ) পােড়ামাটির পুতুল , খেলনা , গয়না ইত্যাদি তৈরিতে আগুন ব্যবহার করা হয় ।