বস্তুর ভর এবং ওজনের সংজ্ঞা দাও । এদের মধ্যে সম্পর্ক কী ?

বস্তুর ভর এবং ওজনের সংজ্ঞা দাও । এদের মধ্যে সম্পর্ক কী ?

ভর ও ওজন

ভর : কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে ।

ওজন বা ভার : কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে ।

ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক
বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ

কোনো নির্দিষ্ট স্থানে বস্তুর ওজন ওই বস্তুর ভরের সমানুপাতিক অর্থাৎ বস্তুর ভর বাড়লে ওজন বাড়বে এবং ভর কমলে ওজন কমবে । আবার ভর স্থির থাকলে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান বাড়লে ওজন বাড়ে এবং ওজন কমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page