বস্তুর ভর এবং ওজন-র মধ্যে পার্থক্যগুলি লেখো ।
ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক :
ভর
1. কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকেই বস্তুটির ভর বলে ।
2. বিভিন্ন স্থানে বস্তুর ভর অপরিবর্তিত থাকে ।
3. ভোরের শুধুমাত্র মান আছে অভিমুখ নেই তাই ভর স্কেলার রাশি ।
4. সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় ।
5. ঘর ও পরিবর্তনীয় বলে এটি বস্তুর স্বকীয় ধর্ম ।
6. কোনো বস্তুর ভরের মান কখনো শূন্য হতে পারে না।
ওজন বা ভর
1. বস্তুটিকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুটির ওজন বা ভর বলে ।
2. বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় ।
3. ওজনের মান এবং কি আছে তাই ওজন ভেক্টর রাশি ।
4. স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয় ।
5. ওজন পরিবর্তনশীল বলে এটি বস্তুর স্বকীয় ধর্ম নয় ।
6. বস্তুর ওজনের মান শূন্য হতে পারে [ যেমন পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় ]