✳️ ইতিহাস ‘ শব্দটি সংস্কৃত ইতিহ্ ’ থেকে এসেছে । ইতিহ্ ‘ কথাটির অর্থ দুটি । মৌলিক অর্থ হল ‘ ঐতিহ্য আর ব্যুৎপত্তিগত অর্থ হল , যা বরাবর চলে আসছে ’ , যেমন — কোনাে প্রচলিত কাহিনি , কিংবদন্তি ও অবিস্মরণীয় কোনাে বিষয় । আস্ ’ শব্দটির অর্থ যাতে আছে বা পাওয়া যায়’ । তাই ইতিহাস কথাটির অর্থ দাঁড়ায় — তাতীতের ঐতিহ্যপূর্ণ কাহিনি যার মধ্যে বিবৃত আছে । পারসিক ‘ তারারিখ ’ শব্দ থেকে তারিখ বা সময়কাল ইতিহাসে গুরুত্ব পায় ।
ইংরেজি ‘ History ‘ কথাটি এসেছে লাতিন ‘ Histor’ থেকে , যার অর্থ ‘জ্ঞান’ এবং গ্রিক ‘ Historia ’ থেকে , যার অর্থ হল “ সত্যকে টেনে বার করার জন্য অনুসন্ধান পরিকল্পনা ” ( An enquiry designed to elicit the truth ) ।
ইতিহাসের সংজ্ঞা : ( Definition of History )
✳️ ইতিহাসের একটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া কঠিন । কারণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ঐতিহাসিক , দার্শনিক , সাহিত্যিক , কবি , শিক্ষাবিদ ভিন্ন ভিন্ন সংজ্ঞা উপস্থাপন করেছেন । বিখ্যাত শিক্ষাবিদ Miller- এর মতে , “ The course of life is like the sea , men come and go , tides rise and fall , and that is all of history . “” Marc Bloch মনে করেন ইতিহাস হল “ The science of men in time ” । হিল ( Hill ) – এর কথায় বলা যায় , “ History is the record of human past , made from critical examination of past evidence . ” অতীত অভিজ্ঞতা বর্তমানকে সুসংহত করে । তাই Jones বলেছেন”” History is a veritable mine of life experiences of men . “” বাকহার্ড ( Burck Hardt ) – এর ভাষায় ,“ History is the record of what one finds worthy of note in another ” ক্রমওয়েল ‘ ইতিহাসের মধ্য দিয়ে ঈশ্বর ও ঐশ্বরিক শক্তির প্রকাশ হয় বলে উল্লেখ করেছেন । Maitland বলেছেন , “ মানুষ যা কিছু করেছে বলেছে , এবং সর্বোপরি মানুষ যা কিছু চিন্তা করেছে তার বিবরণই হল ইতিহাস । কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন , “ There is only one history the history of man . ” হেরােডােটাস – এর মতে “ ইতিহাস হল অতীত ঘটনার সত্য ও সুন্দর বর্ণনা । ” ভাববাদী দার্শনিক হেগেল – এর কথায় , “ পরম ইচ্ছার ক্রম উন্মেষের অবিচ্ছিন্ন কাহিনি হল ইতিহাস অধ্যাপক Bury বলেছেন , “ History is science , no less and no more . ” R G Collingwood বিশ্বাস করতেন যে , “ History is the revival and reenactment of the past experience in the mind of the historian . ” ই এইচ কার মনে করেন , ইতিহাস হল ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া – প্রতিক্রিয়া এবং বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপ ।
তাই ইতিহাসের একটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা চয়ন করা কঠিন । তবে সমাজবদ্ধ মানুষের এগিয়ে চলার কাহিনির কথা ও সভ্যতার উত্তরণের কথা প্রায় প্রতিটি সংজ্ঞায় ফুটে উঠেছে । সুতরাং আমরা বলতে পারি বৈজ্ঞানিক প্রণালীতে অতীত কাহিনি ও ঘটনাবলির পুঙ্খানুপুঙ্খ বিচারবিশ্লেষণ ও সমাজবদ্ধ মানব প্রগতির লিখিত দলিলকে ইতিহাস রূপে চিহ্নিত করা যায় ।