প্রশ্ন : প্রথম প্রজন্মের শিক্ষার্থী কাদের বলা হয় ? প্রথম প্রজন্মের শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে লিখুন ।
উত্তর : প্রথম প্রজন্মের শিক্ষার্থী হল সেই শিক্ষার্থী যার পিতা – মাতার মধ্যে কেউ হাইস্কুলের (আমাদের এখানে মাধ্যমিক শিক্ষাস্তর) গণ্ডি অতিক্রম করতে পারেনি ।
প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ
(ক) প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের বৈশিষ্ট্য : (1) প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অবস্থা নিম্নমানের অর্থাৎ এদের পারিবারিক আর্থিক অবস্থা প্রথম প্রজন্মের শিক্ষার্থী নয় , এমন পরিবারের আর্থিক অবস্থার থেকে কম । (2) প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের গড় বয়স অপেক্ষাকৃত অধিক , বিবাহিত এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তি সংখ্যায় অধিক ।
( খ ) ভরতির বৈশিষ্ট্য : ( 1 ) প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের অপেক্ষাকৃত একটা বড়ো অংশ সরকারি বিদ্যালয়ে দুই বছর অধ্যয়ন করে । ( 2 ) প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা অধ্যয়নকালে বিদ্যালয়ের Campus- এর বাইরে থাকতে পছন্দ করে । ( 3 ) প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা পঠনপাঠনের ব্যয় তাদের যে আর্থিক সাহায্য দেওয়া হয় তার থেকে খরচ করে ।
( গ ) প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের উপর প্রভাব সৃষ্টিকারী বিষয় : প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা যেসব বিষয় দ্বারা প্রভাবিত হয় তার মধ্যে অন্যতম হল পেশাগত বিষয় , আর্থিক বিষয় , রাজনৈতিক বিষয় এবং ব্যক্তিগত উচ্চাশা ।
( 1 ) পেশাগত বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হল নিয়মিত কাজ করা , নিজের পেশায় সাফল্য , নিজের ব্যাবসায় উন্নতি , নিজের পেশায় দক্ষতা এবং কর্তৃত্ব স্থাপন ।
( 2 ) আর্থিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হল আর্থিক দিক থেকে যথেষ্ট স্বচ্ছলতা ।
( 3 ) রাজনৈতিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হল কমিউনিটির নেতা হিসেবে স্বীকৃতি পাওয়া এবং রাজনীতির ক্ষেত্রে প্রভাবশালী হওয়া ।
( 4 ) ব্যক্তিগত বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হল দেশের মধ্যে পছন্দমতো স্থানে থাকা । পিতা – মাতা এবং আত্মীয়স্বজনের কাছাকাছি অবস্থান করা , সন্তান থাকা , সন্তানের শিক্ষার সুযোগ থাকা এবং অবকাশ সময় যাপনের সুযোগ থাকা । উপরের বিষয়গুলির প্রেক্ষিতে প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেসব তথ্য পাওয়া গেছে তা হল—
( 1 ) এই ধরনের ( অর্থাৎ প্রথম প্রজন্মের ) শিক্ষার্থীদের মধ্যে আর্থিক নিশ্চয়তা খুবই গুরুত্বপূর্ণ ।
( 2 ) রাজনৈতিক প্রভাব বিস্তারের উপর এই শ্রেণির শিক্ষার্থীরা অপেক্ষাকৃত কম গুরুত্ব দেয় ।
( 3 ) নিজের সন্তানদের শিক্ষার সুযোগের প্রতি এরা খুব আগ্রহ দেখায় । বাসস্থানের ক্ষেত্রে পিতা – মাতা এবং অন্যান্য আত্মীয়স্বজনের নিকট অবস্থানের প্রতি এরা অধিক গুরুত্ব আরোপ করে ।
( ঘ ) শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ : শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা যেসব বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করে তা হল
( 1 ) যেসব বিদ্যালয়ে আর্থিক সাহায্যের ব্যবস্থা আছে , বেতন কম এবং অন্যান্য ব্যয় কম সেইসব বিদ্যালয় প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা পছন্দ করে ।
( 2 ) বাসস্থানের ক্ষেত্রে প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা তাদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়গুলি পছন্দ করে ।
( 3 ) প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা সেইসব বিদ্যালয় পছন্দ করে যেখানে অধ্যয়ন করলে চাকরির সুযোগ অধিক পাওয়া যায় । এ ব্যতীত যেসব বিদ্যালয়ে পছন্দমতো বিষয়ে পড়াশোনার ব্যবস্থা আছে সেইসব বিদ্যালয়ে ভরতি হতে ইচ্ছা প্রকাশ করে ।
( ঙ ) শিক্ষা সমন্বয় এবং সামাজিক সমন্বয় : শিক্ষা সমন্বয় বলতে বোঝায় ক্যারিয়ার সম্পর্কিত লেকচারে উপস্থিতি , দলগত অধ্যয়নে অন্যান্যদের সঙ্গে অংশগ্রহণ , শিক্ষকদের সঙ্গে শিক্ষাসংক্রান্ত আলোচনা এবং পরামর্শদাতার সঙ্গে নিজের শিক্ষা পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা ইত্যাদি ।
সামাজিক সমন্বয় বলতে বোঝায় শিক্ষকদের সঙ্গে বন্ধুদের নিয়ে বিদ্যালয়ের বাইরে আলোচনা বা শিক্ষার্থী সহায়ক কর্মসূচিতে অংশগ্রহণ করা ।
প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা উভয়ক্ষেত্রেই অর্থাৎ শিক্ষা সমন্বয়ে এবং সামাজিক সমন্বয়ের ক্ষেত্রে অপেক্ষাকৃত নিম্নমাত্রার ক্ষমতা প্রদর্শন করে ।
পরিশেষে বলা যায় যে উপরোক্ত তথ্যগুলি আমেরিকার একটি সমীক্ষার বিবরণে পাওয়া গেলেও পরিমাণগতভাবে না হোক গুণগতভাবে ভারতবর্ষের প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে একই তথ্য পাওয়ার সম্ভাবনা অধিক ।