RTE-2009-এ শিক্ষার্থীর ভরতি সংক্রান্ত ব্যাপারে কী নির্দেশ দেওয়া হয়েছে ?

উত্তর : RTE – 2009- এ শিক্ষার্থীর ভরতি সংক্রান্ত ব্যাপারে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি হল—

(1) কোনো স্কুল অথবা ব্যক্তি শিশুর ভরতির সময় কোনো ক্যাপিটেশন ফি নিতে পারবে না বা ওই শিশুর বা তার পিতা-মাতা কিংবা অভিভাবককে কোনোরকম বাছাই পদ্ধতির সম্মুখীন করবে না ।

(2) যদি কোনো স্কুল বা ব্যক্তি (1) উপধারা অমান্য করে—

(ক) ক্যাপিটেশন ফি গ্রহণ করে তাহলে শাস্তি হিসেবে যে পরিমাণ অর্থ ক্যাপিটেশন ফি নেওয়া হয়েছে তার দশ গুণ অর্থ জরিমানা ধার্য হবে ।

(খ) বাছাই পদ্ধতি অবলম্বন করলে প্রথম অমান্যের ক্ষেত্রে 25 হাজার টাকা এবং পরবর্তী প্রত্যেকটি অমান্যের ক্ষেত্রে 50 হাজার টাকা হিসাবে জরিমানা ধার্য হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page