উত্তর : RTE-2009-এ শিক্ষার্থীদের অন্য স্কুলে ভরতি হওয়ার অধিকারটি হল—
(i) কোনো বিদ্যালয়ে যদি প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করার সুযোগ না থাকে তাহলে 2 নং ধারায় দফা (ঢ)-এর (iii) ও (iv) অনুধারায় বিবৃত স্কুলগুলি বাদ দিয়ে শিশুটির অন্য যে-কোনো স্কুলে প্রারম্ভিক শিক্ষা শেষ করার জন্য ভরতি হওয়ার অধিকার থাকবে ।
(ii) যে-কোনো কারণেই হোক না কেন যদি কোনো শিশুর রাজ্যের ভিতর বা বাইরে এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরের প্রয়োজন হয় তাহলে সেই শিশুটির আইনের 2 ধারায় (ঢ) উপধারার (iii) ও (iv) অনুধারায় বিবৃত স্কুলগুলি বাদ দিয়ে অন্য যে – কোনো স্কুলে স্থানান্তরিত হয়ে প্রারম্ভিক শিক্ষা সম্পূর্ণ করার অধিকার থাকবে ।
(iii) অন্য স্কুলে এইভাবে ভরতি হওয়ার প্রয়োজনে যে স্কুলে শিশুটি পাঠরত সেই স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক অবিলম্বে বিদ্যালয় পরিবর্তনের নিদর্শনপত্র ( Transfer Certificate ) প্রদান করবেন ।