PSI- এর বৈশিষ্ট্যগুলি লিখুন ।

উত্তর :- Kellar ( 1968 ) গতানুগতিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে PSI- এর পার্থক্য নির্ণয়ে PSI পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ।
( i ) PSI Mastery- কেন্দ্রিক শিখন কৌশল ।

( ii ) এটি ব্যক্তিগত শিক্ষা – শিখন কৌশলে শিক্ষার্থী নিজের ক্ষমতা ( Self Playing ) অনুযায়ী অগ্রসর হওয়ার সুযোগ পায় ।

( iii ) শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং তাদের প্রেষণা সৃষ্টি করতে কয়েকটি বক্তৃতার আয়োজন করা হয় ।

( iv ) খুব দ্রুত অধ্যয়নের বিষয় সরবরাহ করা হয়।

( v ) শিক্ষার্থীরা শিখনের উদ্দেশ্য অর্জন করেছে কিনা তার মূল্যায়নে শিক্ষকের সহযোগিতা প্রয়োজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page