উত্তর :- সহপাঠীদের মাধ্যমে শিখন কথাটির পরিপুরণ রুপ হল সহপাঠীদের দ্বারা শিক্ষণ ( Peer Tutoring ) । প্রাচীনকালের গুরুকুল শিক্ষায় এই ব্যবস্থা দেখা যায় যা পরবর্তী সময়ে ‘ সর্দার পোড়ো ’ বলা হত । বর্তমানে একে বলা হয় মনিটর প্রথা ( Monitor System ) । এখানে গুরু মহাশয়দের অনুপস্থিতিতে বা কখনো – কখনো উপস্থিতিতেও পাঠদানের ভার থাকত । অপেক্ষাকৃত বয়স্ক ও অধিক মেধাসম্পন্ন শিক্ষার্থীর উপর ।