উত্তর : Locomotor Handicap বলতে তাদেরকেই বোঝানো হয় যাদের নিম্নাঙ্গের অথবা স্নায়বিক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কোনো সমস্যার কারণে চলাফেরায় সমস্যা তৈরি হয় । একটি পা কিংবা উভয় পায়ের অভাবে যাদের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয় তারাও এই পর্যায়ভুক্ত ।