৪১। শব্দের তীব্রতা পরিমাপের একক হল —
👉 ডি. বি.- ডেসিবেল।
৪২। অক্টেক ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়—
👉 বধিরত্ব।
৪৩। কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয়—
👉 1817 সালে।
৪৪। ভারত পথিক বলা হয়—
👉 রামমোহনকে।
৪৫। ‘কথামালা’ রচনা করেছেন—
👉 বিদ্যাসাগর।
৪৬। বুনিয়াদী শিক্ষার মূলভিত্তি-
👉 হস্তশিল্প।
৪৭। মনেপ্রাণে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন—
👉 গান্ধীজী।
৪৮। সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন–
👉 বিদ্যাসাগর।
৪৯। দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন–
👉 প্রকৃতিবাদী।
৫০। রাধাকৃষ্ণ কমিশন হল—
👉 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
৫১। কোঠারী কমিশনের রিপোর্ট বিভক্ত-
👉 চারটি খণ্ডে।
৫২। “Education and National Development”-
শিরোনামে রিপোর্ট প্রকাশ করে-
👉 কোঠারী কমিশন।
৫৩। ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠারী কমিশনের সদস্য ছিলেন, তার নাম—
👉 এইচ.এল. এলভিন।
৫৪। কম্পিউটার সহযোগী শিখন হল—
👉 CAL
৫৫। নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়—
👉 1855 সালে।
৫৬। শ্ৰীনিকেতন যার বাস্তব শিক্ষাচিন্তার মূর্ত প্রতীক, তিনি হলেন—
👉 রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৭। থাস্টোনের প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে ভাষামূলক ধারণাগুলি বোঝার এবং প্রয়োগ করার ক্ষমতাকে সূচিত করা হয়—
👉 V অক্ষর দ্বারা।
৫৮। দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা-
👉 স্পিয়ারম্যান।
৫৯। “লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ” –
👉 জন ডিউই।
৬০। “পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতিবিধানই হল শিক্ষা”—
👉 প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য।