বায়ুমন্ডলে ধূলিকণা এর উৎস গুলি কি কি ?
➡️ সমুদ্র তীরবর্তী অঞ্চলে জলের লবণ কনা, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা ছাই, উল্কার ধ্বংসাবশেষ থেকে আসা ধূলিকণা, ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের অপসারণের ফলে আসা ধুলোবালি, কলকারখানা থেকে নির্গত ধোঁয়ায় আবর্জনা, যানবাহন থেকে নির্গত ধোঁয়া শুষ্ক কঠিন কার্বন কণা প্রভৃতি.।