ওজোন স্তর অবক্ষয়ের CFCs এর ভূমিকা

ওজোন স্তর অবক্ষয়ের CFCs এর ভূমিকা :

➡️ কার্বন ক্লোরিন ও ফ্লুওরিন ঘটিত যৌগ গুলি কে একত্রে ক্লোরোফ্লোরো কার্বন যৌগ গুলি নিষ্ক্রিয় প্রকৃতির উদ্বায়ী দ্রাবক। ফ্রিজ, ওষুধ তৈরিতে, পলিমার শিল্পে’, রং শিল্পে ব্যবহার হয়। উদ্বায়ী হওয়ায় এদের বায়ুতে মিশে যাওয়ার পথ করে দিলে এরা ট্রপোস্ফিয়ারের মধ্যে দিয়ে গিয়ে স্ট্যাটোস্ফিয়ার এ হাজির হয়। সেখানে উপস্থিত ওজন কে ধ্বংস করে অতিবেগুনি রশ্মি সংস্পর্শে এসে ক্লোরিন পরমাণু উৎপন্ন করে O3ধ্বংস করে এই ক্লোরিন পরমাণু পুনরায় অন্য একটি 03পরমাণুকে অনুরূপভাবে ভেঙে দেয়, এই প্রক্রিয়া চলতে থাকে একটি ক্লোরিন পরমাণু প্রায় 1 লক্ষ ওজন অনু কে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। cfcs থেকে নির্গত ক্লোরিন পরমাণু যদি স্ট্র্যাটোস্ফিয়ারের 16% ওজনকে ধ্বংস করতে পারে তবে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব 44% বেড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page