হার্বার্টের বিশ্লেষণ অনুযায়ী শিক্ষা প্রক্রিয়ার ক – টি স্তর ও কী কী ?

উত্তর : – হার্বার্টের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী শিক্ষা প্রক্রিয়ার স্তর হল সুস্পষ্টতা ( Clearness ) , সংযোগ ( Association ) , শ্রেণিভুক্ত ( Classification or Systematisation ) এবং প্রয়োগ পদ্ধতি ( Application Method )।পরবর্তী সময়ে হার্বার্টের এই চারটি স্তরকে তাঁর অনুগামীগণ পাঁচটি সোপানের কথা বলেন । অনুগামী হিলার সুস্পষ্টতা স্তরটিকে দুটি স্তরে ভাগ করেন আয়োজন ( Preparation ) এবং উপস্থাপন ( Presentation ) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page