স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কয়েকটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন

উত্তর :- স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কয়েকটি সুবিধা হল–

( 1 ) নেতৃত্ব অতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন ।

( 2 ) নেতৃত্ব সকলকে একইধরনের নির্দেশ দিতে পারেন ।

( 3 ) অধস্তন কর্মচারীদের মধ্যে শ্রমবণ্টন নির্দিষ্ট করেন । ফলে কে কো্ কাজ করবে , সে সম্পর্কে অস্পষ্টতা থাকে না ।

স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কয়েকটি অসুবিধা হল—

( 1 ) এখানে নেতার সঙ্গে অধস্তন কর্মচারীদের যোগাযোগ একমুখী ।

( 2 ) এখানে নেতা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page