উত্তর :- প্রজ্ঞামূলক শিখনের প্রথম একক স্কিমাটার ( যার বহুবচন হল স্কিমা ) সম্পর্কে পিয়াজেঁর ( 1975 ) বহু গবেষণা আছে । Ault ( 1977 ) -এর মতে , শিশুর অভিজ্ঞতাগুলি স্কিমা হিসেবে শিশুর মধ্যে সঞ্চিত থাকে , এইগুলি চিত্রাকারে বা ভাষার বাঁধনে একত্রীভূত থাকে না । স্কিমা হল কোনো কিছুর ধারণার একক ।