উত্তর :- সরল রৈখিক প্রোগ্রাম হল স্কিনারিয়ান প্রোগ্রাম । এই শ্রেণিতে বিষয়বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় যাকে পর্যায় , স্তর বা ফ্রেম বলে । এগুলি যুক্তিভিত্তিক বিন্যস্ত থাকে । শিক্ষার্থীকে এই ফ্রেমগুলির মধ্য দিয়ে অগ্রসর হতে হয় । প্রতিটি ফ্রেমেই কিছু শিখনের বিষয় থাকে এবং প্রতিটি ফ্রেমের শেষেই প্রশ্ন থাকে । শিক্ষার্থীকে সেই ফ্রেমের প্রশ্নগুলির উত্তর দিতে হয় , উত্তরগুলি সঠিক না ভুল তা তখনই জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে ।