সক্রিয়তা এবং অভিজ্ঞতার মাধ্যমে কীভাবে জ্ঞান নির্মাণ হয় ?

উত্তর:- যখন কোনো সক্রিয়তা তার ফলের ভিত্তিতে পুনরায় ঘটে , যখন কোনো সক্রিয়তার ফলে পরিবর্তন ঘটে এবং আমাদের মধ্যেও পরিবর্তন ঘটায় আমরা তখন শিখি । নির্মাণবাদের মত হল শিক্ষার্থীর দ্বারা জ্ঞান নির্মিত হয় , শিক্ষক সরবরাহ করেন না এবং যখন শিক্ষার্থী কোনো বস্তু তৈরি করে যেমন যন্ত্র , কম্পিউটার প্রোগ্রাম , শিক্ষা সহায়ক উপকরণ তখন শিখন সহজেই সম্পন্ন হয় । অর্থাৎ সক্রিয়তা এবং তার ফলে যে অভিজ্ঞতা সঞ্চিত হয় তখনই জ্ঞান নির্মিত হয় । শিশুকে পর্যবেক্ষণ করে দেখা গেছে জ্ঞান নির্মাণে একটা বড়ো অংশ শিশুর সক্রিয়তা এবং তার ফলে যে অভিজ্ঞতা সঞ্চিত হয় তার ফলেই ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page