উত্তর : শ্রীরামপুরে দিনেমার কুঠিকে কেন্দ্র করে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জড়ুয়া মার্শম্যান এই তিনজন মিশনারি একত্রে ধর্ম ও শিক্ষা প্রচারে নিযুক্ত হয়েছিলেন । এই তিনজনই ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত । কেরি ছিলেন ধর্মপ্রচারক , ওয়ার্ড ছিলেন দক্ষ মুদ্রণশিল্পী এবং মার্শম্যান ছিলেন একজন স্কুলশিক্ষক ।