শীতপ্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার একই প্রকৃতির প্রাণীর তুলনায় বেশি লোমশ হয় কেন ?

উত্তর » কোনো প্রাণী তার চারপাশের পরিবেশের সাথে তাপের কীরুপ আদানপ্রদান ঘটবে তা নির্ভর করে প্রাণীদের দেহতাপ ও পরিবেশের উন্নতার ওপর । শীতপ্রধান অঞ্চলের প্রাণীরা সাধারণত তাদের শরীরকে গরম রাখতে চায় এবং তাদের দেহের পুরু লোমশ আবরণ এই কাজে সাহায্য করে । লোমশ আবরণে বায়ুস্তর জমা থাকে । ফলে তাদের শরীরের তাপ বেরিয়ে যায় না । অন্যদিকে গ্রীষ্মপ্রধান অঞ্চলের প্রাণীরা তাপ বর্জনের মাধ্যমে তাদের দেহকে ঠান্ডা রাখতে চায় । এই অঞ্চলের প্রাণীদের হালকা লোমযুক্ত বা লোমবিহীন দেহ পরিবেশের সাথে তাপের আদানপ্রদানে সাহায্য করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page