উত্তর : বৈদ্যুতিন মাধ্যম শিশুদের স্বাস্থ্যসংক্রান্ত আচরণের উপর স্থায়ী প্রভাব ফেলে , কারণ এই বয়সের অধিকাংশ শিশু বাস্তবজীবনের (Real Life) সঙ্গে কাল্পনিক জীবনের (Fantasy Life) পার্থক্য করতে পারে না । এ ব্যতীত যত অধিক সময় শিশু বৈদ্যুতিন মাধ্যমের উপর ব্যয় করবে তত কম সময় সে অন্যান্য স্বাস্থ্যকর কার্যাবলিতে (যেমন—খেলাধুলা , স্পোর্টস , সেবামূলক কর্মসূচি , সাংস্কৃতিক বিষয়সমূহ এবং পরিবারের উপর) সময় দিতে পারবে ।