উত্তর:- ও শিখন হল এমন এক ধরনের বিকাশের প্রক্রিয়া যা —
( i ) ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে ;
( ii ) আচরণের পরিবর্তন ঘটায় ;
( iii ) উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল ;
( iv ) প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রভাবে সৃষ্টি হয় ;
( v ) অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায় ।