উত্তর :- শিক্ষার সমসুযোগের প্রকৃত অর্থ ধর্ম , বর্ণ , জাতি , সামাজিক মর্যাদা , আর্থিক সংগতি , স্ত্রী – পুরুষ অথবা অঞ্চল নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের নিজস্ব প্রবণতা ও দক্ষতা অনুসারে আত্মবিকাশের সুযোগ সৃষ্টি করা এবং রাষ্ট্রের সাধ্য অনুসারে সকলের প্রয়োজনমতো সর্বোত্তম শিক্ষার সুযোগ দেওয়ার জন্য ব্যয় করা এ সবই হল শিক্ষার সম অধিকারের মূলকথা ।