উত্তর : রিপোর্টে বলা হয়েছে যে –
1. দূরদর্শনে অনুষ্ঠান দেখার জন্য 57 শতাংশ অভিভাবক বাড়ির ছেলেমেয়েদের হোমওয়ার্কে সাহায্য করতে পারছেন না ।
2. দূরদর্শনের প্রতি আকর্ষণ বা ঝোঁক বাড়ায় 33 থেকে 35 শতাংশ ছাত্রছাত্রীর পড়াশোনার প্রতি অনীহা এসে গেছে ।
3. দূরদর্শনের অনুষ্ঠানের প্রতি অতিরিক্ত আসক্তির জন্য 45 শতাংশ ছেলেমেয়েদের সৃজনশীলতা কমে গেছে । তাদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে ।